ওমা দনুজ-দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ-দাত্রী (নমো) (o maa donuj-doloni mohasokti nomo ononto)

ওমা দনুজ-দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ-দাত্রী (নমো)।
পরমেশ্বরী মহিষ-মর্দিনী চরাচর-বিশ্ব-বিধাত্রী (নমো নমঃ)॥
                সর্বদেব-দেবী তেজোময়ী
                অশিব-অকল্যাণ-অসুর-জয়ী,
দশভুজা তুমি মা, ভীতজন-তারিণী জননী জগৎ-ধাত্রী॥
দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও, দলন কর মা লোভ দানবে;
রূপ দাও, জয় দাও, যশ দাও, মান দাও, দেবতা কর ভীরু মানবে।
                শক্তি বিভব দাও, দাও মা আলোক
                দুঃখ-দারিদ্র্য অপগত হোক,
জীবে জীবে হিংসা, এই সংশয় (মাগো) দূর হোক পোহাক এ দুযোর্গ রাত্রি॥

 

  • পাঠান্তর:
                       
    “মহালক্ষ্মী
                    হ্রীঙ্কার রূপিণী মহালক্ষ্মী
                                নমো অনন্ত কল্যাণ-দাত্রী
                    পরমেশ্বেরী মহিষ-মর্দিনী
                                চরাচর বিশ্ব-বিধাত্রী॥

                    সর্বদেবদেবী তেজোময়ী,
                    অশিব-অকল্যাণ-অসুর-জয়ী,
                    দশভূজা তুমি মা ভীত-জন-তারিণী
                                    জননী জগদ্ধাত্রী॥
                    দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও,
                            দলন করো মা লোভ-দানবে।
                    শক্তি বিভব দাও, দাও মা আলোক;
                    দুঃখ-দারিদ্র্য অপগত হোক।
                    জীবে জীবে হিংসা, এই সংশয়
                            দূর হোক মা গো দূর হোক
                           পোহায়ে দাও মা দুখ রাত্রি॥

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার ১৩ মাঘ ১৩৪৪), কলকাতা বেতার থেকে প্রচারিত 'দেবস্তুতি' আলেখ্যের সাথে এই গানটি প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ:
    • দেবীস্তুতি। [নজরুল রচনাবলী জন্মশধবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী ঢাকা। অষ্টম খণ্ড (১২ ভাদ্র ১৩১৫, ২৭শে আগষ্ট ২০০৮)। মহালক্ষ্মী। পৃষ্ঠা: ২৪৭-২৪৮]
       
  • পত্রিকা: বেতার জগৎ [১৬ জানুয়ারি ১৯৩৮ খ্রিষ্টাব্দ (রবিবার, ২ মাঘ ১৩৪৪)]। 'আমাদের কথা'  বিভাগে।
        [সূত্র: বেতার জগৎ। ৯ম বর্ষ ২য় সংখ্যা। প্রচ্ছদ ও পৃষ্ঠা:৪৫।

     
  • বেতার:
    • দেবীস্তুতি
      • প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ২৭ জানুয়ারি ১৯৩৮ (বৃহস্পতিবার ১৩ মাঘ ১৩৪৪)। শিল্পী: গীতা মিত্র
         [সূত্র: বেতার জগৎ। ৯ম বর্ষ ২য় সংখ্যা। প্রচ্ছদ ও পৃষ্ঠা:৪৫]
    • দ্বিতীয় প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ২৫ জুলাই ১৯৩৯ (মঙ্গলবার, ৯ শ্রাবণ ১৩৪৬)।
              [সূত্র: বেতার জগৎ-পত্রিকার ৯ম বর্ষ ১২শ সংখ্যা। পৃষ্ঠা ৫৩৩]

       
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৪৫ (আশ্বিন-কার্তিক ১৩৫২)। এন ২৭৫৪৭। শিল্পী: মৃণালকান্তি ঘোষ] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত]
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।