ওগো দেবতা তোমার পায়ে গিয়াছিনু ফুল দিতে (ogo debota tomar paye giyechhinu ful dite)
তাল: কাহার্বা
ওগো দেবতা তোমার পায়ে গিয়াছিনু ফুল দিতে
মোর মন চুরি ক'রে নিলে কেন তুমি অলখিতে॥
আজি ফুল দিতে শ্রীচরণে
মম হাত কাঁপে ক্ষণে ক্ষণে ;
কেন প্রণাম করিতে গিয়া — প্রিয় সাধ জাগে পরশিতে॥
তুমি দেবতা যে মন্দিরে — কাছে এলে যাই ভুলে
বঁধু আমি দীন দেবদাসী কেন তুমি মোরে ছুঁলে।
তুমি কাছে এলে যাই ভুলে।
আমি হাতে আনি হেমঝারি',
তুমি কেন চাহ আঁখি-বারি;
আমি পূজা-অঞ্জলি আনি, তুমি কেন চাহ মালা নিতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস।
- রেকর্ড: এইচএমভি। এপ্রিল ১৯৪০ (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)। এন ১৭৪৪৭। শিল্পী: সুধা বন্দ্যোপাধ্যায় [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী । নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। পঞ্চম গান] [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দু ধর্ম, সাধারণ)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: মগা