ওগো দেবতা তোমার পায়ে গিয়াছিনু ফুল দিতে (ogo debota tomar paye giyechhinu ful dite)

ওগো  দেবতা তোমার পায়ে গিয়াছিনু ফুল দিতে
মোর   মন চুরি ক'রে নিলে কেন তুমি অলখিতে॥
আজি  ফুল দিতে শ্রীচরণে
মম     হাত কাঁপে ক্ষণে ক্ষণে ;
কেন   প্রণাম করিতে গিয়া — প্রিয় সাধ জাগে পরশিতে॥
তুমি   দেবতা যে মন্দিরে — কাছে এলে যাই ভুলে
বঁধু    আমি দীন দেবদাসী কেন তুমি মোরে ছুঁলে।
                        তুমি কাছে এলে যাই ভুলে।
আমি  হাতে আনি হেমঝারি',
তুমি   কেন চাহ আঁখি-বারি;
আমি  পূজা-অঞ্জলি আনি, তুমি কেন চাহ মালা নিতে॥

  • ভাবসন্ধান: কোন এক পূজারিণী তাঁর আরাধ্য দেবতাকে ভক্তির পূজার অর্ঘ্য দিতে গিয়ে, তাঁর প্রেম পড়ে যান। প্রেমাবেশের প্রবল মোহে পূজারিণী তাঁর কল্পলোকে যা কিছু দেখেন, মনে হয় তার সবই দেবতারই ছলনা। যেন দেবতাই ছল করে, প্রেমের প্রদীপ জ্বালিয়ে দেন।

    পূজারিণী তাঁর নিজের দুর্বলতাকে দেবতার উপর চাপিয়ে নিজের দুর্বলতাকে ঢাকার চেষ্টা করে বলছেন- কেন তিনি গোপনে মন চুরি করে নিলেন। এই গানে পাওয়া যায় প্রেম ও ভক্তি রসের যুগপৎ রসধারা।

    পূজারিণীর পুষ্পার্ঘ নিবেদনের সময় তাঁর হাত কাঁপে গোপন প্রণয় শিহরণে। দূর থেকে প্রণাম করতে গিয়ে, দেবতাকে স্পর্শ করার ইচ্ছা জাগে তাঁর মনে। তিনি মন্দিরের কাছে এলেই আত্মবিস্মৃত হন। তিনি ভুলে যান যে, তিনি একজন সামান্য দেবদাসী। তিনিই দেবতাকে ছুঁয়ে তাঁকেই বলেন- কেন তিনি তাঁকে ছুঁয়ে দিলেন।

    পূজারিণী সাথে আনেন স্বর্ণখচিত জলের ঝারি। তার জলধারার সাথে পূজারিণীর দুচোখ বেয়ে বেদনাশ্রু ঝরে পড়ে। যেন দেবতা চান বলেই তাঁর আঁখি থেকে জল ঝরে। পূজারিণী পূজা-অঞ্জলি আনেন। দেবতা যেন চান পুস্প নয়, প্রেমপুষ্পে গাঁথা প্রণয় মালা।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ১৯৭০। গান ৩৫৬]
       
  • রেকর্ড: এইচএমভি। এপ্রিল ১৯৪০ (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)।  এন ১৭৪৪৭। শিল্পী: সুধা বন্দ্যোপাধ্যায় [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী । নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। পঞ্চম গান]  [নমুনা]
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। সাধারণ। ভক্তি ও প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: মগা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।