ওগো প্রিয়তম তুমি চ’লে গেছ (ogo priyotomo tumi cholr gechho)

ওগো   প্রিয়তম তুমি চ’লে গেছ আজ আমার পাওয়ার বহু দূরে।
  তবু   মনের মাঝে বেণু বাজে সেই পুরানো সুরে সুরে॥
         বাজে মনের মাঝে বেণু বাজে
         প্রিয় বাজাতে যে বেণু বনের মাঝে আজো তার রেশ মনে বাজে॥
         তব কদম-মালার কেশরগুলি
         আজি ছেয়ে আছে ওগো পথের ধূলি,
         ওগো আজিকে করুণ রোদন তুলি’ বয় যমুনা ভাটির সুরে॥
         (আর উজান বয় না,)
         ওগো আজিকে আঁধার তমাল বনে, বসে আছি উদাস মনে
         ওগো তোমার দেশে চাঁদ উঠেছে আমার দেশে বাদল ঝুরে॥
         সেথা চাঁদ উঠেছে 

         ওগো শুক্লা তিথির চতুর্দশীর চাঁদ উঠেছে
         সেথা শুক্লা তিথির চতুর্দশীর চাঁদ উঠেছে
         সখি তাদের দেশে আকাশে আজ আমার দেশের চাঁদ উঠেছে।
         ওগো মোর গগনে কৃষ্ণা তিথি আমার দেশে বাদল ঝুরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি পৌষ-মাঘ ১৩৪১) মাসে এইচএমভি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৯ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)। এন ৭৩২৪। শিল্পী: হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্‌রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/ সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] নবম গান। [নমুনা]
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।