ওলো ফুল পসারিণী (olo ful posharini)

ওলো ফুল-পসারিণী!
ফুলের পসরা নিয়ে চ’লেছ কোন্‌ পথে একাকিনী॥
তোমারি অনুরাগে, রাঙা গোলাপ জাগে
পলাশ-মুকুলে আঁকা, তোমার নয়ন বাঁকা
বসন্ত-গলে ওযে মাধবী সতিনী॥
তব কমল-মুখে চুমে অলক-অলি
ফোটে হাসিতে হেনা পায়ে করবী-কলি,
হৃদয়-পশরা নিয়ে চলেছে কোথা’ একা লীলা-বিলাসিনী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪২) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ১ মাস।
  • রেকর্ড: টুইন [জুলাই ১৯৩৫ (আষাঢ়-শ্রাবণ ১৩৪২)। এফটি ৪০১৭। শিল্পী: মিস আশালতা]   [শ্রবন নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)] পঞ্চম গান  [নমুনা]
     
  • সুরকার : কাজী নজরুল ইসলাম।
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: তালফেরতা (দাদরা/ কাহারবা)
    • গ্রহস্বর: সা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।