ওস্তাদ, হারানো আংটির জবাব দিয়ে গেলাম এ আসরে। (oshtad, harano angtir jobab diye gelam e asore)

ওস্তাদ, হারানো আংটির জবাব দিয়ে গেলাম এ আসরে।
জবাব, ঠিক হলো কি ভুল হলো, দেখবে তুমি চিন্তা করে॥
            অপ্সরী মেনকা ছিল,
            বিশ্বামিত্রের ধ্যান ভাঙিল,
তাঁর কন্যা গর্ভে ধরিল, ফেলে গেল বন ভিতরে॥
            কণ্ব মুনি নিয়ে গেল,
            শকুন্তলা নাম রাখিল,
রাজার সাথে বিয়ে হলো, বনে মালাবদল করে॥
            বিয়ের পরে শকুন্তলা,
            সদাই তাহার মন উতলা,
একদিন দুর্বাসা এলো, সেবার লাগি ডাকে তারে॥
            শকুন্তলা না উঠিল
            দুর্বাসা অভিশাপ দিল,
সেকথা জানে সকল, বলি তোমায় এ আসরে॥
            রাজসভায় সে যখন এলো,
            শাপে রাজা ভুলে গেল,
শকুন্তলা মূর্ছা গেল, মা নিয়ে যায় ইন্দ্রপুরে।
            রাজা ইন্দ্রপুরে গেল,
            ফিরতি পথে ছেলে দেখল,
শকুন্তলা সেথায় এলো, সকল ব্যথা গেল দূরে॥
            হারানো আংটির পালা,
            দুষ্মন্ত আর শকুন্তলা,
এইখানেতে সাঙ্গ হলো নাচে গানে সুরে সুরে॥
            সকলকে জানায়ে সালাম,
            গাহিল নজরুল এসলাম,
রাজারানী যায় নিজধাম, আমরা যাব খড়ের পুরে

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। উতোর সং। হারানো আংটি। পঞ্চম দৃশ্যান্তর (প্রথম গান)। গোদাকবির গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৯১-১৯২।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৫১]
  • বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'হারানো আংটি' পালার চাপান সং'-এর উতোর গান। চতুর্থ গান। ভণিতা নজরুল এসলাম।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।