কানে আজো বাজে আমার তোমার গানের রেশ (kane ajo baje amar tomar ganer resh)

কানে আজো বাজে আমার তোমার গানের রেশ
নয়নে মোর জাগে তোমার নয়নের আবেশ॥
            তোমার বাণী অনাহত
            দুলে কানে দুলের মত
ও গান যদি কুসুম হত সাজাতাম মোর কেশ॥
নদীর ধারে যেতে নারি শুনে তোমার সুর
মনে আনে তোমার গান করুণ বিধুর।
            শুনি বুনো পাখির গীতি
            জাগে তোমার গানের স্মৃতি
পরান আমার যায় যে ভেসে তোমার সুরের দেশ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৪ মাস।    
     
  • রেকর্ড: এইচএমভি। [অক্টোবর ১৯৩৮ (আশ্বিন-কার্তিক ১৩৪৫)।  এন ১৭২০৪। শিল্পী: প্রমোদা দেবী। সুর: নজরুল ইসলাম। [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। অষ্টম গান।] [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
      • তাল: দ্রুত দাদরা
      • গ্রহস্বর:  গমা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।