গাও দেহে মন শুক-শারি (gao dehe mon shuk-shari)

গাও দেহে মন শুক-শারি।
গাও রে ব্রজের নরনারী॥
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম॥
গাও তারি নাম যমুনার বারি,
গাও কুহু কেকা ধেনু বনচারী।
গাও রে সজল শ্যামল গগন,
কদম্ব-তরু তমাল কানন।
গাওরে ভ্রমর মাধবীলতা
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম॥

  • রচনাকাল ও স্থান: নজরুল-সঙ্গীত সংগ্রহে [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২], ৩০৮৯ সংখ্যক গান হিসেব অন্তর্ভুক্ত হয়েছে। মূলত এটি কোনো পৃথক গান নয়। এই গ্রন্থের ১২৫৩ গান সংখ্যক গান-
                    গাও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম 
                       -এর অংশ বিশেষ।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।