গাও দেহে মন শুক-শারি (gao dehe mon shuk-shari)

গাও দেহে মন শুক-শারি।
গাও রে ব্রজের নরনারী॥
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম॥
গাও তারি নাম যমুনার বারি,
গাও কুহু কেকা ধেনু বনচারী।
গাও রে সজল শ্যামল গগন,
কদম্ব-তরু তমাল কানন।
গাওরে ভ্রমর মাধবীলতা
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩শে নভেম্বর কলকাতার নাট্যনিকেতন মঞ্চে  মনোরঞ্জন ভট্টাচার্য-এর ' চক্রব্যুহ' মঞ্চস্থ হয়। এই নাটকের জন্য নজরুল এই গানটি-সহ আরও কয়েকটি গান রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ:
    • চক্রব্যুহ (নাটক)। মনোরঞ্জন ভট্টাচার্য। ভট্টাচার্য সন্‌স্‌ লিমিটেড। দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। বিদূরের গান। পৃষ্ঠা: ১২১।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৮৯ পৃষ্ঠা: ৯৪৭]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।