গুনগুনিয়ে ভ্রমর এলো ফুলের পরাগ মেখে (gunguniye vromor elo fuler porag mekhe)

গুনগুনিয়ে ভ্রমর এলো ফুলের পরাগ মেখে।
তোমার বনে ফুল ফুটেছে যায় ক'য়ে তাই ডেকে॥
        তোমার ভ্রমর দূতের কাছে
        যে বারতা লুকিয়ে আছে 

দখিন হাওয়ায় তারি আভাস শুনি থেকে থেকে॥
দল মেলেছে তোমার মনের মুকুল এতদিনে 

সেই কথাটি পাখিরা গায় বিজন বিপিনে।
        তোমার ঘাটের ঢেউগুলি হায়
        আমার ঘাটে দোল দিয়ে যায় 

লতায় পাতায় জোছনা দিয়ে সেই কথা চাঁদ লেখে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭) মাসে, এইচএমভি কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ডর: এইচএমভি। [এপ্রিল ১৯৪০ মাসে (চৈত্র ১৩৪৬-বৈশাখ ১৩৪৭)। রেকর্ড নং এন ১৭৪৪৮। শিল্পী জগন্ময় মিত্র। সুর-নজরুল ইসলাম] [শ্রবণ নমুনা]

    এই গানের জুড়ি গান ছিল- শাওন রাতে যদি স্মরণে আসে মোরে'। এই দুটি গানের রেকর্ড-সংক্রান্ত দেওয়া দেওয়া হয়েছে 'শাওন রাতে যদি স্মরণে আসে মোরে ' গানের সাথে।
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, ঊনত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা। শ্রাবণ ১৪১৩/আগষ্ট ২০০৬] একাদশ গান। জগন্ময় মিত্রের-এর রেকর্ডে গাওয়া গান অনুসারে স্বরলিপি করা হয়েছে।   [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।