জাগো দুস্তর পথের নব যাত্রী (jago dustor pother nobojatri)

   জাগো   দুস্তর পথের নব যাত্রী
                      জাগো জাগো!
    ঐ   পোহাল তিমির রাত্রি॥
          দ্রীম্ দ্রীম্ দ্রীম্ রণ-ডঙ্কা
          শোন বোলে নাহি শঙ্কা!
          আমাদের সঙ্গে নাচে রণ-রঙ্গে
          দনুজ-দলনী বরাভয়-দাত্রী॥
          অসম্ভবের পথে আমাদের অভিযান
          যুগে যুগে করি মোরা মানুষেরে মহীয়ান।
          আমরা সৃজিয়া যাই নতুন যুগ ভাই
    ‌      মোরা নবতম ভারত-বিধাত্রী॥
          সাগরের শঙ্খ ঘন ঘন বাজে,
          রণ-অঙ্গনে চল্ কুচ‌কাওয়াজে।
          বজ্রের আলোকে মৃত্যুর মুখে
          দাঁড়াব নির্ভীক উগ্র সুখে
          ভারত-রক্ষী মোরা নব শাস্ত্রী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ‌মার্চ মাসে (ফাল্গুন-চৈত্র ১৩৪০) টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৯ মাস।

  • গ্রন্থ: গানের মালা প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৮৬। মার্চের সুর
  • রেকর্ড: টুইন। জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)। এফটি ৩৩০৩। শিল্পী: সন্তোষ কুমার দাস।] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:  সুধীন দাশ  ও ব্রহ্মমোহন ঠাকুর [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ষষ্ঠ গান। পৃষ্ঠা: ৪৮-৫০] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: স্বদেশ
    • সুরাঙ্গ: সামরিক মার্চের সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।