তব চঞ্চল আঁখি কেন ছলছল হে (tobo choncholo ankhi keno chholochhol he)

তব    চঞ্চল আঁখি কেন ছলছল হে।
         হেরি মোরা অবিরল জলে ভাসে কমল
         হেরি আজি কমলে উথলে জল হে॥

         চিরদিন কাঁদায়েছে যে জল নিঠুর
আজি  অশ্রু করেছে তারে একি সুমধুর
বঁধু     সাধ যায় ধরি তব সমুখে মুকুর
যেন    বরষিছে চাঁদ মুকুতাদল হে॥

কোন্   অকরুণা ভাঙিল হে পাষাণের বাঁধ
তব     কলঙ্ক লেখা গেল ধুয়ে যে হে চাঁদ।

          কাঁদ কাঁদ হে বধুঁ তবে বুঝিবে মনে
কত     বেদনা পেলে জল ঝরে নয়নে
আজি   কাঁদিয়া শ্যামল হ'লে নির্মল হে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) টুইন রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়। এই চুক্তিপত্রে গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড:
    • রেকর্ড কোম্পানির চুক্তিপত্র । ১৫ সেপ্টেম্বর ১৯৩৬ (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩)।
    • টুইন। ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) এফটি ৪৭১০। শিল্পী:  কুমারী মীরা সরকার [শ্রবণ নমুনা]
       
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশনজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ৬ সংখ্যক গান] [নমুনা]
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর:  পদা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।