তুমি দশরথ অযোধ্যাপতি, শুনেছি দয়ালু রাজা (tumi doshoroth ojodhyapoti, shunechhi doyalu raja)

তুমি দশরথ অযোধ্যাপতি, শুনেছি দয়ালু রাজা।
তোমার বনের আশ্রমে থাকি, আমরা তোমারি প্রজা॥
           বিঁধিলে এ বাণ পারি না সহিতে,
           খুলে নাও বাণ মোর বুক হতে,
যদি মারা যাই, পিতারে আমার খবর দিও গো রাজা॥
            নদীঘাট হতে কিছু উত্তরে,
            আশ্রম আছে সামান্য দূরে,
সাম বেদগান মুখরিত করে, পশু পাখি বন প্রজা॥
            সেখানেতে আছে অন্ধমুনি,
            অন্ধ আমার জনক জননী,
সান্ত্বনা দিও তাঁহাদের তুমি, ওগো অযোধ্যা রাজা॥
           দুখু কাজী গায়, বেদনার গান,
           শুনিতেছে যারা কাঁদিছে পরান
আসরের মাঝে বেদনার গান, বাজা রে বংশী বাজা॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। সিন্ধু বধ। তৃতীয় দৃশ্যান্তর (তৃতীয় গান)। সিন্ধুর-এর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৮৪।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৩২।]
  • বিষয়াঙ্গ: রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত 'সিন্ধু বধ' পালার চাপান সং'-এর ষষ্ঠ গান। ভণিতা 'দুখু কাজী'।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।