সিন্ধু বধ

লেটোগান । নজরুল ইসলামের রচিত চাপান সং।

কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ডের
দশরথ কর্তৃক সিন্ধুবধ ও দশরথ রাজার প্রতি অন্ধক মুনির অভিশাপ-এর কাহিনি অবলম্বনে 'সিন্ধু বধ' রচিত হয়েছিল। প্রতিপক্ষ কবির উতোর অংশ পাওয়া যায় নি।

মুহম্মদ আয়ুব হোসেনের সংকলিত ও সম্পাদিত দুখুমিয়ার লেটোগান নামক  গ্রন্থ থেকে এই গানগুলো গৃহীত হয়েছে। এই গ্রন্থে (পৃষ্ঠা: ৮১-৮৬) অন্তর্ভুক্ত সিন্ধু বধ নামক চাপান সং-এ প্রারম্ভিক দৃশ্য ছাড়া পাঁচটি দৃশ্যান্তর রয়েছে। এই চাপান সং-এর চরিত্রগুলো হলো- ডাকসুরা, দশরথ, মন্ত্রী, প্রথম অনুচর, দ্বিতীয় অনুচর, কিশোর, সিন্ধু, অন্ধমুনি, অন্ধাস্ত্রী ও গোদাকবি। এই পালায় ভণিতায় নাম পাওয়া যায়- দুখু কাজী

এই চাপন সং-এর গান সংখ্যা ১১টি
। গানগুলো হলো-

১. প্রথম গান। ডাকসুরা'র গান। শব্দভেদি শিখেছি, শব্দ শুনে ছুঁড়ব
২.প্রথম দৃশ্যান্তর (প্রথম গান)। প্রথম অনুচরের গান। দাঁতাল হাতি মেরেছেন রাজা শব্দভেদি বাণে 
৩. দ্বিতীয় দৃশ্যান্তর (প্রথম গান)। দ্বিতীয় অনুচরের গান। হরিণ শিকার হয়েছে ভাই
৪.তৃতীয় দৃশ্যান্তর (প্রথম গান)। কিশোরের গান। বুকেতে কে বাণ মারিল, পরান জ্বলে যায় 
৫. তৃতীয় দৃশ্যান্তর দৃশ্যান্তর (দ্বিতীয় গান)। ভুল, ভুল, ভুল, ভুল শুনিয়াছি আমি ভুল 
৬. তৃতীয় দৃশ্যান্তর (তৃতীয় গান)। দশরথের-এর গান।তুমি দশরথ অযোধ্যাপতি, শুনেছি দয়ালু রাজা
৭. চতুর্থ দৃশ্যান্তর (প্রথম গান)। অন্ধমুনির গান। ও বাপ সিন্ধু কি এলি রে
৮. চতুর্থ দৃশ্যান্তর (দ্বিতীয় গান)। দশরথের গান। শোন, শোন, অন্ধমুনি, সিন্ধু নহি আমি
৯. চতুর্থ দৃশ্যান্তর। চতুর্থ দৃশ্যান্তর। (তৃতীয় গান)। অন্ধমুনির গান। কোথায় আমার সিন্ধু আছে
১০.পঞ্চম দৃশ্যান্তর। (প্রথম গান)। অন্ধমুনি ও অন্ধাস্ত্রীর। সিন্ধু, সিন্ধু, সিন্ধু, ওরে উথলিয়া ওঠে প্রাণ
১১. পঞ্চম দৃশ্যান্তর। (দ্বিতীয় গান)। গোদাকবির গান।  বল বল ওহে ওস্তাদ লেটো গানের আসরেতে 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।