তুমি যে আমার মনচোরা, চুরি করেছ মন (tumi je amar monchora, churi korechho mon)
তুমি যে আমার মনচোরা, চুরি করেছ মন।
কথায় কথায় রাগ কর তুমি, রাগ কর অকারণ॥
এসো এসো প্রিয়তম।
তুমি মোর প্রাণসম,
তোমাতে সঁপেছি এ প্রাণ, সেবিব তোমা অনুক্ষণ॥
যাই উড়ে বন মাঝে যাই,
তোমার খাবার আনিবারে যাই,
খাবার এনে, তব মুখে দিব, করিয়া যতন॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। 'পায়রা-পায়রী'। প্রথম দৃশ্যান্তর। প্রথম গান। পায়রীর গান । সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৫৫ ।
- ননজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭০৩। পৃষ্ঠা ৮২৫]
- বিষয়াঙ্গ: রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত 'পায়রা-পায়রী' পালার চাপান সং'-এর প্রথম গান। ভণিতা নাই।
- সুরাঙ্গ: লেটোগান-এর সুর