পায়রা-পায়রী

নজরুলের রচিত লেটোগান । চাপান সং।

লোককাহিনি অবলম্বনে রচিত হয়েছিল। মুহম্মদ আয়ুব হোসেনের  সংকলিত ও সম্পাদিত ‘দুখুমিয়ার লেটোগান’ নামক গ্রন্থ থেকে এই গানগুলো গৃহীত হয়েছে। এই গ্রন্থে (পৃষ্ঠা: ১৫৪-১৫৭) অন্তর্ভুক্ত ‘পায়রা-পায়রী’ নামক চাপান সং-এ প্রারম্ভিক দৃশ্য ছাড়া একটি দৃশ্যান্তর রয়েছে। এই চাপান সং-এর চরিত্রগুলো হলো- নেপথ্য সঙ্গীত, পাখমারা, অনুচর, পায়রা, পায়রী, ও গোদাকবি। এর ‘চাপান সং'-এর অংশ নজরুল রচনা করেছিলেন। প্রতিপক্ষ কবির উতোর অংশ পাওয়া যায় নি। এই পালায় ভণিতায় নাম পাওয়া যায়- ‘দুখু কাজী’। এই পালায় ব্যবহৃত হয়েছিল ৫টি গান। গানগুলো হলো-

১. পালা রে, পালা রে পাখি, বনে আসছে পাখমারা । প্রথম গান। নেপথ্যে। ভণিতা নাই।
২.
তুমি যে আমার মনচোরা, চুরি করেছ মন প্রথম দৃশ্যান্তর (প্রথম গান)। পায়রীর গান। ভণিতা নাই।
৩. 
অনুরাগের পায়রী আমার, অভিমানে উড়ে গেল। দ্বিতীয় দৃশ্যান্তর (দ্বিতীয় গান)। পায়রার গান। ভণিতা নাই।
৪.
ধন্য ধন্য ধন্য রে এই পায়রা পায়রী ।  দ্বিতীয় দৃশ্যান্তর (দ্বিতীয় গান)। পাখ্মারা’র গান। ভণিতা ‘দুখু কাজী’।
৫. বল, বল, বল ওস্তাদ, পায়রা-পায়রীর কি হইল  দ্বিতীয় দৃশ্যান্তর (তৃতীয় গান)। গোদাকবির গান। ভণিতা ‘দুখু কাজী’।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।