তুমি লহ প্রভু আমার সংসারেরি ভার (tumi loho provu amar shongsharei var)

        তুমি লহ প্রভু আমার সংসারেরি ভার লহ সংসারেরি ভার
        আজকে অতি ক্লান্ত আমি বইতে নারি আর
                                            এ ভার বইতে নারি আর॥
                        সংসারেরি তরে খেটে
                        জনম আমার গেল কেটে
(ওরে) তবু অভাব ঘুচল না (আমার) হায় খাটাই হল সার॥
         বিফল যখন হলাম পেতে সবার কাছে হাত
         তখন তোমায় পড়ল মনে হে অনাথের নাথ।
                        অভাবকে আর করি না ভয়
                        তোমার ভাবে মগ্ন হৃদয়
         তোমায় ফিরিয়ে দিলাম হে মায়াময় তোমারি সংসার॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে সেপ্টেম্বর  (ভাদ্‌র-আশ্বিন ১৩৪২), এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির রেকর্ড প্রথম প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)। রেকর্ড নং- এন. ৪০৭৪। শিল্পী: আব্দুল লতিফ] [শ্রবণ নমুনা] [ফাতেমা তুজ জোহরা (শ্রবণ নমুনা)]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। ১৯ সংখ্যাক গান [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পাঃ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।