দেবতা গো, দ্বার খোলো (debota go, dwar kholo)

দেবতা গো, দ্বার খোলো।
অভিসার নিশি বাহির দুয়ারে দাঁড়ায়ে প্রভাত হ’ল॥
           পাষাণের আবরণে তুমি যদি
           এমনি গোপন রবে নিরবধি,
বেণুকার সুরে হৃদি যমুনায় কেন এ লহর তোলো॥
আর      সহিতে পারি না একা,
প্রাণে     কেন দিয়ে আশা এত ভালোবাসা
যদি       নাহি দিবে দেখা।
           বহিতে পারি না আর এই ভার,
           এই ফুল সাজ পূজা-সম্ভার
তুমি      দেখা দেও একবার দেখা দেও 

দেখা     দিয়ে চিরতরে মোরে ভোলো॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৭) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)। এফটি ১৩৪৩০। শিল্পী: পারুল সোম। সুর: শৈলেশ দত্তগুপ্ত]  [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্‌রিস আলী  [নজরুল সঙ্গীত স্বরলিপি, চব্বিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা] সপ্তম গান।  [নমুনা]
  • সুরকার: শৈলেশ দত্তগুপ্ত
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: গপা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।