দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা (dole praner kole provur naamer mala)

       দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা।
        সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা॥
        সেই নাম বসন-ভূষণ আমারি
        সেই নামে ক্ষুধা-তৃষ্ণা নিবারি,
        সেই নাম লয়ে বেড়াই কেঁদে'
                    সেই নামে আবার জুড়াই জ্বালা
সেই   নামেরই নামাবলী গ্রহ-তারা রবি-শশী দোলে গগন-কোলে।॥
        মধুর সেই নাম প্রাণে সদা বাজে,
        মন লাগে না সংসার-কাজে,
                    সে নামে সদা মন মাতোয়ালা॥
আদর-সোহাগ, মান-অভিমান আপন মনে তার সাথে
        কাঁদায়ে কাঁদি, পায়ে ধ'রে সাধি,
        কভু করি পূজা, কভু বুকে বাঁধি,
                    আমার স্বামী সে ভুবন-উজালা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে, গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৪০।  ভূপালী-মিশ্র-কার্ফা
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।  ৪০।  ভূপালী-মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২১৬]
  • রেকর্ড: এইচএমভি। ১৯৩৫ জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪২)এন ৭৩৭৭। শিল্পী: শঙ্কর মিশ্র (কে. মল্লিক)] [শ্রবণ নমুনা] 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।