ও মন চল অকুল পানে, মাতি হরিপ্রেম-গুণগানে (o mon chol okul pane, mati horiprem-gunogaane)
ও মন চল অকুল পানে, মাতি হরিপ্রেম-গুণগানে।
নদী যেমন ধায় অকূলে কূল যত তায় টানে॥
তুই কোন্ পাহাড়ে এসে ঠেক্লি এসে কোন্ পাথারের জল
হরির প্রেমে গ'লে এবার সেই অসীমে চল,
তুই স্রোতের বেগে দুল্বি রে কূল-বাধা যদি হানে॥
এ পারের সব যাত্রী যাবে তোর বুকে ওপারে
তোর কূলে শ্যাম বাজিয়ে বাঁশি আস্বে অভিসারে,
শ্যামের ছবি ধর্বি বুকে মাত্বি প্রেম-তুফানে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯) মাসে গানটি এইএইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- বনগীতি
- প্রথম সংস্করণ [১৩ অক্টোবর ১৩৩২ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)]। ভজন ('আরে দাতা শোন' সুর)। পৃষ্ঠা: ৮৪-৮৫]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ । বনগীতি। গান সংখ্যা ৫৬। ভজন ('আরে দাতা শোন' সুর)। পৃষ্ঠা ২১১]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১২। পৃষ্ঠা: ৩৯৪]
- বনগীতি
- রেকর্ড: এইচএমভি। [জুলাই ১৯৩২ (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)]। এন ৭০১১। শিল্পী: ধীরেন দাস ও বীণাপাণি
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- ড. রশিদুন্ নবী। নজরুল -সংগীত স্বরলিপি (৩৮তম খণ্ড)। নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দে। গান সংখ্যা ৩। পৃষ্ঠা: ২৪-২৬ [নমুনা]
- ড. রশিদুন্ নবী। নজরুল -সংগীত স্বরলিপি (৩৮তম খণ্ড)। নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দে। গান সংখ্যা ৩। পৃষ্ঠা: ২৪-২৬ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা