না মিটিতে মনোসাধ যেয়ো না হে শ্যামচাঁদ (na mitite monoshadh jeyo na he shyamchand)

      না মিটিতে মনোসাধ যেয়ো না হে শ্যামচাঁদ
                আঁধার করিয়া ব্রজধাম, সখা হে 

        সোনার বরনী রাই অঙ্গে মাখিয়া ছাই
                    দিশা নাই কাঁদে অবিরাম, সখা হে 

        অবিরাম কাঁদে রাই
তারে  কাঁদায় যে তারি তরে
        অবিরাম কাঁদে সখা হে।
        এখানো মাধবী-লতা
        কহেনি কুসুম-কথা
                    জড়াইয়া তরুর গলে,
        এখনো ফোটেনি ভাষা
        আধ-ফুট ভালোবাসা
                    ঢাকা লাজ পল্লব-তলে।
                    বলা হলো না, হলো না,
        বুকের ভাষা মুখে বলা যে হলো না।
সখা   আমরা নারী, বল্‌তে নারি!
        দুঃখের কথা মুখে বলতে নারি
        নয়ন জলে গলতে পারি
        তবু মুখে বলতে নারি
        মরণ-কোলে ঢল্‌তে পারি
সখা   মুখ ফুটে তবু বলতে নারি, সখা হে 

        নবীন নীরদ-বরণ শ্যাম জানিতাম মোরা তখনি,
ঐ     করুণ সজল কাজল মেঘে থাকে গো ভীষণ অশনি।
        তুমি আগুন জ্বালিলে,
ওহে   নিরদয়! বুকে কেন আগুন জ্বালিলে।
বুকে   আগুন জ্বালায়ে চোখে সলিল ঢালিলে!
তাহে  আগুন নেভে কি?
        চোখেরি জলে ডুবে আগুন নেভে কি
                    সখা হে 
 আগুন নেভে কি॥

  • রচনাকাল ও স্থান:  রচনাকাল ও স্থান:    গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের মার্চ  (ফাল্গুন-চৈত্র ১৩৩৮) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৯ মাস।
     
  • গ্রন্থ:
    • সুর-সাকী
      • প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২] [সুর-সাকী ৫৬]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।  সুর-সাকী। ৫৬। কীর্তন। পৃষ্ঠা: ২৫৫-২৫৭]
  • রেকর্ড:
    • টুইন [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)। এফটি ৮৬১। শিল্পী: আশ্চর্যময়ী দাসী। ]
    • কলম্বিয়া [অক্টোবর ১৯৪৮ (আশ্বিন-কার্তিক ১৩৫৫)। জি.ই ৭৩৬৩। শিল্পী: উত্তরা দেবী। ]
    • কলম্বিয়া [আগষ্ট ১৯৫৬। আগষ্ট ১৯৫৬ (শ্রাবণ-ভাদ্র ১৩৬৩)।  শিল্পী ছবি বন্দ্যোপাধ্যায়। জি ই. ২৪৮০৬] [শ্রবন নমুনা]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ।  [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট । জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ১৮ সংখ্যক গান] [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।