না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো-জবার ফুল (na i porile noton-khopay jhumko jobar ful)

না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো-জবার ফুল (রানী)
এমনি এসো (ওগো) লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥
            সজ্জা-বিহীন লজ্জা নিয়ে
            এমনি তুমি এসো প্রিয়ে
গোলাপ ফুলের রঙ মাখাতে হয় যদি হোক ভুল॥
গৌর দেহে না-ই জড়ালে গৌরী চাঁপার শাড়ি
ওগো ভূষণ পরে না-ই বা দিলে রূপের সাথে আড়ি।
            যেমন আছ তেমনি এসো
            নয়ন তুলে একটু হেসো
সেই খুশিতে উঠবে দুলে আমার হৃদয় কূল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মোহাম্মদী পত্রিকার আষাঢ় ১৩৪১ (জুলাই-আগষ্ট ১৯৩৪ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ: গানের মালা । প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (অক্টোবর-নভেম্বর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।] গানের মালা-৩। বেহাগ-খাম্বাজ-দাদরা]
  • পত্রিকা: মোহাম্মদী  [আষাঢ় ১৩৪১ (জুন-জুলাই ১৯৩৪ খ্রিষ্টাব্দ)]
     
  • রেকর্ড : এইচএমভি  [এপ্রিল ১৯৩৫ (চৈত্র ১৩৪১-বৈশাখ ১৩৪২)। এন ৭৩৫৫। শিল্পী: শৈলেন বন্দ্যোপাধ্যায়] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। ২০ সংখ্যাক গান। রেকর্ডে শৈলেন বন্দ্যোপাধ্যায়-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: গমা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।