পিউ পিউ পিউ বোলে পাপিয়া (piu piu piu bole papiya)

পিউ পিউ পিউ

বোলে পাপিয়া
বুকে তারি পিয়ারে চাপিয়া॥
বাতাবি নেবুর ফুলেলা কুঞ্জে
মাতাল সমীরণ প্রলাপ গুঞ্জে
ফুলের মহলায় চাঁদিনী শিহরায়
নদীকূলে ঢেউ ওঠে ছাপিয়া॥
এমনি নেবু ফুল এমনি মধুরাতে
পরাতো বঁধু মোর বিনোদ খোঁপাতে,
বাতায়নে পাখি করিত ডাকাডাকি
মনে পড়ে তায় উঠি কাঁপিয়া॥

  • ভাবার্থ: প্রকৃতি ও প্রেম পর্যায়ের এই গানের প্রথম অংশের রয়েছে বসন্তের চাঁদনি রাতে প্রকৃতির মোহনীয় রূপের কথা, আর শেষাংশে রয়েছে এমন পরিবেশে তাঁর পরান-বঁধুর প্রেমঘন স্মৃতিকাতরতার বর্ণনা।
     
    জ্যোস্না-প্লাবিত বসন্তের মধুরাতে প্রিয়াকে বক্ষে ধারণ করে বসন্তের পাপিয়া অবিরাম ডেকে যায়। সে ডাক শুনে বাতাবি লেবুর পুষ্পিত কুঞ্জে শিহরিত হয় চাদনী রাতি, নদীতে উদ্বেলিত হয়ে ওঠে প্রবল ঢেউয়ে। এমন পরিবেশে কবির স্মৃতিতে ভেসে উঠে তাঁর পরান বঁধুর কথা। মনে পড়ে এমনই পাপিয়ের প্রণয়-আহ্বানে মুখরিত বাতাবি লেবুর সৌরভমাখা জ্যোৎস্নাস্নাত মধুরাতে, তাঁর পরান বঁধু বিনোদ খোঁপাতে লেবুর ফুল পরতো।

     
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ বঙ্গাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। দেশ মিশ্র-আদ্ধা কাওয়ালি]।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গীতি-শতদল। গান সংখ্যা ১৩। দেশ মিশ্র-আদ্ধা কাওয়াল। পৃষ্ঠা ২৯১-২৯২]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৮৯২। রাগ: দেশ-খাম্বাজ, তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ২৭৪-২৭৫]
       
  • রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)। এন ৭১৬১। শিল্পী: মিস বীণাপাণি] [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।