পালিয়ে তুমি বেড়াবে কি এম্‌নিভাবে (paliye tumi berabe ki emnibhabe)

 পালিয়ে তুমি বেড়াবে কি এম্‌নিভাবে
এমনি ক'রে জনম কি মোর কেঁদেই যাবে॥
          ওগো চপল বনের পাখি
          ধরা তুমি দেবে না কি,
অন্তরালে থাকি' শুধু গান শোনাবে॥
কেন এলে নিঠুর তুমি পথিক হাওয়া
তোমার স্বভাব ফুল ফুটিয়েই ঝরিয়ে যাওয়া
          হে বিরহী, লীলা-চতুর,
          অশ্রু কি মোর এতই মধুর!
কবে এসে আমার অভিমান ভাঙাবে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) রেকর্ড কোম্পানির সাথে চুক্তি হয়। এই চুক্তিপত্রে গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।  
  • রেকর্ড:
    • রেকর্ড কোম্পানির চুক্তিপত্র । ১৫ সেপ্টেম্বর ১৯৩৬ (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩)।
    • টুইন। ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩) এফটি ৪৭১০। শিল্পী: কুমারী মীরা সরকার
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশনজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দে। ১৫ সংখ্যক গান] [নমুনা]
     
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: মরমী
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।