প্রথম প্রদীপ জ্বালো মম(prothom prodip jalo momo)

প্রথম প্রদীপ জ্বালো মম ভবনে হে আয়ুষ্মতী
আঁধার ঘিরে' আশার আলো আনুক তোমার গৃহের জ্যোতি॥
হেরিয়া তোমার আঁখির আলোক
বিষাদিত সাঁঝ পুলকিত হোক,
যেন দূরে যায় সব দুখ শোক, তব শঙ্খরব শুনি', হে সতী॥
কাঁকন পরা তব শুভ কর
মুখর করুক এ নীরব ঘর
এ গৃহে আনুক বিধাতার বর তোমার মধুর প্রেম-আরতি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (মঙ্গলবার, ১ আষাঢ় ১৩৪৪), এইচ.এম.ভি. রেকর্ড কোম্পানির সাথে নজরুলের যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়, তাতে এই গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
     
  • বেতার:
    • একক অনুষ্ঠান, শিল্পী-মৃণালকান্তি ঘোষ [১৫ জুন ১৯৩৮ (মঙ্গলবার, ৩২ জ্যৈষ্ঠ ১৩৪৫]
    • একক অনুষ্ঠান, শিল্পী-নিতাই ঘটক [৩ আগষ্ট ১৯৩৮ (রবিবার, ১৮ আষাঢ় ১৩৪৫)]
  • রেকর্ড:  
    • ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে এই গানটি তালিকাভুক্ত করা হয়েছিল।
    • এইচএমভি। [জুলাই ১৯৪৯ খ্রিষ্টাব্দ (আষাঢ়-শ্রাবণ ১৩৫৬)। এন ৩১০৪৯। শিল্পী: জগন্ময় মিত্র। সুর-নজরুল।] [শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)] ১৬ সংখ্যক গান [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম।
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।