প্রিয়তম হে, বিদায় (priyotomo hey, biday)

          
        প্রিয়তম হে, বিদায়
আর   রাখিতে নারি, আশা-দীপ নিভে যায় দুরন্ত বায়॥
        কত ছিল বলিবার, হায় হ'লো বলা
        ঝুরিতেছে চামেলির বন উতলা
যেন   অনন্ত দিনের বিরহিনী কে
কে     কাঁদে দিকে দিকে হায় হায়॥
        রহিল ছড়ানো মোর প্রাণের তিয়াস হুতাস পবনে;
        জড়ানো রহিল মোর করুণ প্রীতি ধূসর গগনে।
        তুমি মোরে স্মরিও
যদি   এই পথে কোনদিন চলিতে প্রিয়
        নিশিভোরে ঝরা ফুল দ'লে যাও পায়॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৮) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি প্রথম গানটির রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৭ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। জানুয়ারি ১৯৪২ (পৌষ-মাঘ ১৩৪৮)। এন ২৭২৩২। শিল্পী: বীণা চৌধুরী [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
    • নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ৪৫-৪৬] [নমুনা]
    • রশিদুন্ নবী । নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ১৮ গান]  [নমুনা]
       
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।