বসিয়া বিজনে কেন একা মনে (boshiya bijone keno eka mone)
বসিয়া বিজনে কেন একা মনে
পানিয়া ভরণে চলো লো গোরী।
চলো জলে চলো কাঁদে বনতল
ডাকে ছলছল জল-লহরি॥
দিবা চ'লে যায় বলাকা-পাখায়
বিহগের বুকে বিহগী লুকায়।
কেঁদে চখা-চখি মাগিছে বিদায়
বারোয়াঁর সুরে ঝুরে বাঁশরি॥
ওগো বে-দরদি ও রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে।
তব সাথে কবি পড়িল দায়ে
পায়ে রাখি তারে না গলে পরি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ' সংখ্যায় (ফেব্রুয়ারি, ১৯২৭ খ্রিষ্টাব্দ) গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৭ বৎসর ৯ মাস।
- পত্রিকা: কল্লোল। ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ (ফেব্রুয়ারি-মার্চ ১৯২৭ খ্রিষ্টাব্দ)
- গ্রন্থ
- বুলবুল
- প্রথম সংস্করণ। নভেম্বর ১৯২৮। কার্তিক ১৩৩৫। গান-৩। ইমন-মিশ্র-গজল-কাহারবা।
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ৩। ইমন-মিশ্র-গজল-কাহারবা। পৃষ্ঠা: ১৫২-১৫৩]
- নজরুল-গীতিকা
- প্রথম সংস্করণ। সেপ্টেম্বর ১৯৩০। ভাদ্র ১৩৩৭। ইমন মিশ্র-কাহারবা। গজল। ১২। পৃষ্ঠা: ৬৮।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৫৭। গজল। ইমন-মিশ্র-গজল-কাহারবা। পৃষ্ঠা: ২০৯-২১০]
- বুলবুল
- রেকরড: এইচএমভি। অক্টোবর ১৯২৯ (আশ্বিন-কার্তিক ১৩৩৫)। পি- ১১৬৩৮। শিল্পী: কে মল্লিক। সুরকার: নজরুল ইসলাম [শ্রবণ নমুনা]
এর জুড়ি গান: পরদেশী বঁধুয়া, এলে কি এতদিনে - স্বরলিপি ও স্বরলিপিকার:
- আহসান মুর্শেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ২৫ সংখ্যক গান। রেকর্ডে কে মল্লিকের-এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ৮৬-৮৮] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: গজলাঙ্গ
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সরা