পরদেশী বঁধুয়া, এলে কি এতদিনে (porodeshi bodhuya,ele ki atodine)
পরদেশী বঁধুয়া, এলে কি এতদিনে
আসিলে এতদিন কেমনে পথ চিনে॥
তোমারে খুঁজিয়া কত রবি-শশী
অন্ধ হইল প্রিয় নিভিল তিমিরে
তব আশে আকাশ-তারা দ্বীপ জ্বালি'
জাগিয়াছে নিশি ঝুরিয়া শিশিরে।
শুকায়েছে স্বরগ দেবতা তোমা বিনে॥
কত জনম ধরি' ছিলে বল পাসরি'
এতদিনে বাঁশরি বাজিল কি বিপিনে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 'কালি কলম' পত্রিকার চৈত্র ১৩৩৪' সংখ্যায়। এই সময় নজরুলের বয়স ছিল ২৮ বৎসর ১০ মাস।
- গ্রন্থ:
- বুলবুল
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ (নভেম্বর ১৯২৮)। গান ২৩। বিহারী-ঠুংরী]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান ২৩। বিহারী-ঠুংরী। পৃষ্ঠা: ১৬৯-১৭০]
- বুলবুল
- পত্রিকা: কালি কলম। চৈত্র ১৩৩৪ (মার্চ-এপ্রিল ১৯২৮)
- রেকরড: এইচএমভি। অক্টোবর ১৯২৯ (আশ্বিন-কার্তিক ১৩৩৫)। পি- ১১৬৩৮। শিল্পী: কে মল্লিক। সুরকার: নজরুল ইসলাম [শ্রবণ নমুনা]
এর জুড়ি গান::বসিয়া বিজনে কেন একা মনে
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ। [ নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৪-৯৭। [নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়: