বালা যোব্যন মোরি স্যখিরি পরদেশে পিয়া (bala jobyon mori )

বালা যোব্যন মোরি স্যখিরি পরদেশে পিয়া।
ক্যায়সে স্যামহালুঁ সোলা ব্যরস উম্যারিয়ারি পরদেশে পিয়া॥
ব্যয়রি ভ্যয়রি যোবান্ দিলমে নাহি চ্যয়ন্
দিল ন্য লাগে কাম্‌মে জাগি কাটে র‌্যয়ন
সোতে ড্যর লাগে একেলী স্যাবরিয়া রি পরদেশে পিয়া॥
ফিকা লাগে খানা পিনা ন্যয়নোমো নিদ ন্যহিরি
যাঁহা মোরি বিদেশিয়া লেবা মোহে ওয়াহিঁরি।
আয়ে ফাগুন চৈত্ স্যখি খিলা যোবান ফুল মোর
স্যতায়ে নিস্‌দিন মোহে বুলবুল আওর ফুলচোর
ক্যায়সে ছিপাউঁ উও ফুল প্যতরি আঙ্গিঁয়ারি পরদেশে পিয়া॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪), এইচএমভি রেকর্ড কোম্পানির  সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, তাতে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস  
     
  • রেকর্ড:
    • ১৯৩৭ খ্রিষ্টাব্দের ১৫ জুলাই (বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৩৪৪) এইচএমভি'র সাথে নজরুলের যে চুক্তি হয়েছিল, তাতে এই গানটির উল্লেখ ছিল।
    • এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৮ (মাঘ-ফাল্গুন ১৩৪৪)। এন ১৭০৪২। শিল্পী: মিস্ প্রমোদা। সুর: নজরুল ইসলাম]  [শ্রবণ নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। ২০ সংখ্যক গান।] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম [হিন্দি গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।