মুক্তি আমায় দিলে হে নাথ মোর (mukti amay dile hey nath mor)

        মুক্তি আমায় দিলে হে নাথ মোর যে প্রিয় তারে নিয়ে।
        আমি কিছু রাখতে নারি দেখ্‌লে বারে বারে দিয়ে॥
                    যত্ন আদর পায়নি হেথা
                    স’য়ে গেল শত ব্যথা।
        তোমার দান সইলো না মোর গেল বুঝি তাই হারিয়ে॥
        তোমার প্রিয় এসেছিল অতীত হয়ে আমার দ্বারে,
        ফিরে গেল অভিমানে বুঝি আমার অনাদরে।
                    যে ছিল নাথ মোর প্রাণাধিক
                    সে যে তোমার বুকের মানিক
(প্রভু)   এবার সে আর হারাবে না বাঁচ্‌ল তোমার কাছে গিয়ে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৩) মাসে  এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৭ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩)। এন ৯৮৪২। মৃণালকান্তি ঘোষ।] [শ্রবন নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।