(যখন) প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে, জুড়াই জ্বালা গজলে (jokhon premer jalay ongo jole)

                     তাল: কাহার্‌বা

(যখন) প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে, জুড়াই জ্বালা গজলে।
         ছাতা দিয়ে মারি খোঁচা যেন সুরের বগলে॥
         সিঁড়ির ধারে পিঁড়ি পেতে বিড়ি বাঁধি হায় কলকাতায়,
         মিলন আশার তামাক ঠাসি হায় বিরহের শাল পাতায়,
         [“আরে লুল্লু আট পয়সার বিড়ি কিনে লিস্‌রে হাঁ হাঁ”]
         জালিম বিবির দিলের ছিপি (দাদা) খুলি সুরের ফজলে॥
         কার্ফা তালে চার পা তুলে (হায়) ছুটাই তালের লাল ঘোড়া,
         ভজুয়া নাত্‌নি ছুটে আসে হায় ফেলে দিয়ে হায় ঝালবড়া;
         সুরে-তালে লাগে লড়াই যেন পাঠান মোগলে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮) মাসে এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ১  মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। জুন ১৯৪১ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৮)। এন ২৭১৪২। শিল্পী: রঞ্জিত রায়
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২৪ সংখ্যক গান] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: হাসির গান
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।