খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প'ড়ে (khodar premer sharab piye behunsh hoye roi pore)

খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই প'ড়ে
ছেড়ে' মস্‌জিদ আমার মুর্শিদ এলো যে এই পথ ধ'রে (হায়)॥
দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদ্‌লাতে
চাইনে বেহেশ্‌ত্ খোদার কাছে নিত্য মোনাজাত ক'রে॥
কায়েস যেমন লাইলী লাগি' লভিল মজনু খেতাব
যেমন ফরহাদ শিরির প্রেমে হ'ল দিওয়ানা বেতাব।
বে-খুদীতে মশ্‌গুল্ আমি তেমনি মোর খোদার তরে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৫ অক্টোবর (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯), 'জুলফিকার' নামক গীতি-গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • প্রথম সংস্করণ। ১৫ অক্টোবর ১৯৩২ (শনিবার ২৯ আশ্বিন ১৩৩৯)। ১৬ সংখ্যক গান। মাঢ় মিশ্র।
      • নজরুল রচনাবলী,  জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা।  জ্যৈষ্ঠ ১৪১৪, মে ২০০৭। জুলফিকার। ১৬ সংখ্যক গান।  পাহাড়ী-কার্ফা। পৃষ্ঠা: ৩০০-৩০১।
  • রেকর্ড: টুইন। মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১) এফটি ৩২১৭। আব্বাসউদ্দীন আহমদ [শ্রবন নমুনা] 
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ নজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড(নজরুল ইন্সটিটিউট)। ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৪-৬৬] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
    • সুরাঙ্গ: গজল
    • রাগ: মাড় (মাঢ়)
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।