শোন শোন ওস্তাদ, উতোর গেয়ে যায়।

শোন শোন ওস্তাদ, উতোর গেয়ে যায়।
ডুবল কেন রথচক্র, বলি হে তোমায়॥
        কর্ণ অস্ত্র শিক্ষাকালে
        তপোবন মাঝে চলে
শরক্ষেপ কৌতূহলে যেথায় সেথায়॥
        এই শরক্ষেপে হায়
        (এক) ধেনু বৎস মারা যায়
কর্ণ কেঁদে কেঁদে হায়, সে বিপ্র কাছে যায়॥
        অসাবধানে ভুল করে।
        শর হেনেছি বৎস পরে,
ধেনু বৎস গেছে মরে, বিপ্র বলি গো তোমায়॥
        শুনি বিপ্র ক্রোধে বলে,
        মার ধেনু, শিক্ষাছলে,
মহারণ করা কালে, এ পাপের ফল ফলিবে তথায়॥
        এই মহা মেদিনী।
        গ্রাসিবে আপনি,
তব রথচক্রখানি, দিনু অভিশাপ॥
        কর্ণ করি জোড়কর,
        শুন শুন বিপ্রবর,
এ শাপ দিও না মোরে আজিকে হেথায়।
        ধেনু বৎস সংহার,
        ঘোরতর পাপভার,
পরকালে নরক হবে, এ পাপ না খণ্ডায়॥
        কর্ণ বলে তাই হোক
        ধরা তলে দুঃখভোগে
পরকালে স্বর্গেতে আমি যেতে চাই॥
        অস্ত্র কথা ভুলে গেল,
        কেন বা এমন হলো,
বলি আমি সে সকল, শোন শোন ভাই॥
        ভৃগু রামে কে না জানে।
        বলি আমি এইখানে।
বিপ্র ছাড়া, অস্ত্র শিক্ষা, কারে না শেখায়॥
        কর্ণ বিপ্রবালা বেশে
        ভৃগুরাম কাছে এসে,
অস্ত্র শিক্ষা করে কর্ণ ভৃগু কাছে ভাই॥
        ক্লান্ত গুরু একদিবা
        কর্ণের লইতে সেবা,
কর্ণ ক্রোড়ে মাথা রাখি আরামে ঘুমায়।
        ইন্দু এক কীট বেশে,
        কর্ণ ঊরুদেশে এসে,
দংশিয়া দংশিয়া ঊর্ধ পানে যায়॥
        কর্ণ সে ধৈর্য ধরে
        দংশন সহ্য করে,
খুনে খুনে খুনময় বস্ত্র ভিজে যায়।
        জেগে উঠে ভৃগু কয়,
        বিপ্র নহ সুনিশ্চয়,
তুমি বালা ক্ষত্রিয়, বুঝিনু হেথায়॥
        যদি বিপ্রবালা হতে
        সহ্য করতে না পারিতে
ভীষণ কীট দংশন আজিকে হেথায়॥
        বিপ্রবেশে করি ছল,
        অস্ত্র শিক্ষা কর খল,
সকলি হবে বিফল, মৃত্যূ সীমানায়॥
        ভুলে যাবি অস্ত্র কথা,
        দিনু শাপ তোরে হেথা
যেমন ছলিলি মোরে, পাবি প্রতিফল॥
        চেয়েছিলে ভেদ দিশে।
        দিনু তোমা ভেদ দিশে,
শুনিলে হে বসে বসে, ও হো গৌর ভাই॥
        গাইল ভ্রমর কবি,
        উদয়ে, উদয় রবি,
চল্ চল তোরা শুবি। এবে বিছানায়॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। ভুবন বাগদীর রচির 'যজ্ঞের ঘোড়া' নামক চাপান সং-এর, উতোর সং-এর গান । প্রথম দৃশ্য। দ্বিতীয় গান। যুবতীর গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৮১-১৮২।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৪৩]
  • বিষয়াঙ্গ: ভুবন বাগদীর রচিত 'যজ্ঞের ঘোড়া' নামক চাপান সং-এর, উতোর সং-এর দ্বিতীয় গান। ভণিতা 'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।