শোন, শোন, শোন রাজা বলি তোমারে।
শকুন্তলা : শোন, শোন, শোন রাজা বলি তোমারে।
বনহরিণী, নয় এ হরিণ, দেখ ভাল করে॥
বনমালা শোভে গলে,
সাজানো ফুল সিং দোলে,
তপোবনের এ হরিণী, থাকে সবার আদরে॥
অঙ্গেতে এর তীর মেরো না,
তীর মারা সহ্য হবে না,
রাজা তোমায় করি মানা, ও রাজা এসো হে মোর কুটিরে॥
পাদ্য অর্ঘ্যে করি বন্দন।
বনফল করাব ভোজন,
তাত নাই মোর, আছি তিনজন, বসাবো সমাদরে॥
দুষ্মন্ত : কি নাম তোমার বনমালা বল আমারে।
পথশ্রমে কাতর আমি চল কুটিরে॥
তোমার রূপে পাগল আমি,
রাজি যদি হও হে তুমি,
করব তোমায় আমার রানী, নিয়ে যাব মোর ঘরে॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। চাপান সং। হারানো আংটি। পঞ্চম দৃশ্যান্তর (প্রথম গান)। শকুন্তলার গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৪৮।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৯২।]
- বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'হারানো আংটি' পালার চাপান সং'-এর তৃতীয় গান। ভণিতা নাই।