সই নদীর ধারে বকুল তলায় সুবাস শীতল ছায় (soi nodir dhare bokul tolay subash shitol chhay)
সই নদীর ধারে বকুল তলায় সুবাস শীতল ছায়
(সখি) আকুল তাহার আঁখি দুটি কাহার পানে চায়॥
সই যা না লো দাঁড়ায়ে, কাঁটা বিঁধেছে মোর পায়ে
তোরা দাঁড়া সখি ক্ষণেক, (সখি) ওকি হাসিস্ কেন হায়॥
আমার কলসিটি যে ভারি, ডালে বেঁধেছে মোর শাড়ি
তোরা বলিস ছলে হেরি ওরে (ওলো) ছি ছি একি দায়!
যদি হেরেই থাকি ওরে, তোরা দুষিস্ কেন মোরে
ওলো আমার আমি বশে নাই মোর (পাগল) আঁখির নেশায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩০ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৩৬)মাসে, এইচএমভি রেকর্ড এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৭ মাস।
উল্লেখ্য, ব্রহ্মমোহন ঠাকুর তাঁর- 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে এই গানটির রচয়িতা নজরুল কিনা, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।
- রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩০ (পৌষ-মাঘ ১৩৩৬)। পি ১১৭৬০। শিল্পী: ইন্দুবালা][শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ২৪ সংখ্যক গান।[নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা