সখি আর অভিমান জানাব না (sokhi ar obhiman janabo na)

সখি আর অভিমান জানাব না বাসব ভালো নীরবে।
যে চোখের জলে গলল না, (তার) মুখের কথায় কি হবে॥

অন্তর্যামী হয়ে অন্তরে মোর
দিবা-নিশি রহে যে চিত-চোর,
অন্তরে মোর কোন্ সে-ব্যথা বোঝে না সে, কে ক’বে॥
সখি এবার আমার প্রেম নিবেদন গোপনে,
সূর্যমুখী চাহে যেমন তপনে।
কুমুদিনী চাঁদে ভালোবাসে
তাই চিরদিন অশ্রুর সায়রে ভাসে,
চির জীবন জানি কাঁদিতে হবে তাহারে চেয়েছি যবে॥১

সখি এবার আমার প্রেম নিবেদন আপন মনে গোপনে,
সূর্যমুখী চাহে যেমন চাওয়ার নেশায় তপনে।
কুমুদিনী চাঁদে ভালোবাসা
তাই সে অশ্রু সায়রে ভাসে,
হাজার জনম কাঁদিতে হইবে তাহারে চেয়েছি যবে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৯ খ্রিষ্টাব্দের জুলাই ১৯৩৯ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি।  [জুলাই ১৯৩৯ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৬)। এন ১৭৩১৬। শিল্পী: ইন্দুবালা। সুর: সুবল দাশগুপ্ত। শ্রেণি: ঠুংরি]  [সূত্র: রেকর্ড বুলেটিন, জুলাই ১৯৩৯]

    এর জুড়ি গান:
    স্বপনে এসো নিরজনে
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: ঠুংরী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।