(পিয়া) স্বপনে এসো নিরজনে (piya sopone esho nirojone)

(পিয়া)  স্বপনে এসো নিরজনে।
(পিয়া)  আধো রাতে চাঁদের সনে॥
রহিব যখন মগন ঘুমে
যেয়ো নীরবে নয়ন চুমে’,
মধুকর আসে যখন গোপনে মল্লিকা চামেলি বনে॥
বাতায়নে চাঁপার ডালে
এসো কুসুম হয়ে নিশীথ কালে,
ভীরু কপোতী সম এসো হৃদয়ে মম বাহুর মালা হয়ে বাসর শয়নে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৯ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি।  [জুলাই ১৯৩৯ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৬)। এন ১৭৩১৬। শিল্পী: ইন্দুবালা। সুর: সুবল দাশগুপ্ত। শ্রেণি: ঠুংরি]  [সূত্র: রেকর্ড বুলেটিন, জুলাই ১৯৩৯] [শ্রবণ নমুনা]

    এর জুড়ি গান: 
    সখি আর অভিমান জানাব না
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: ঠুংরি
      • রাগ: পিলু
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: পা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।