হাতে হাত দিয়ে আগে চল্ হাতে নাই থাক্ হাতিয়ার। (hate hat diye aage chol)

হাতে হাত দিয়ে আগে চল্ হাতে নাই থাক্ হাতিয়ার।
জমায়েত হও, আপনি আসিবে শক্তি জুলফিকার॥
আন্ আলীর শৌর্য, হোসেনের ত্যাগ ওমরের মত কর্মানুরাগ;
খালেদের মত সব অশান্ত ভেঙে কর একাকার॥
ইসলামে নাই ছোট বড় আর আশরাফ আত্‌রাফ্
নিষ্ঠুর হাতে এই ভেদ জ্ঞান কর মিস্‌মার সাফ।
চাকর সৃজিতে, চাক্‌রি করিতে, ইসলাম আসে নাই পৃথিবীতে।
মরিবে ক্ষুধায় কেহ নিরন্ন, কারো ঘরে রবে অঢেল অন্ন
এ জুলুম সহেনি, ইসলাম, সহিবে না আজো আর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের মার্চ মাসে (ফাল্গুন-চৈত্র ১৩৪৭), টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৯ মাস।
     
  • রেকর্ড: টুইন [মার্চ ১৯৪১ (ফাল্গুন-চৈত্র ১৩৪৭)। এফটি ১৩৫৪৫। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ। সুর: নজরুল ইসলাম]   [শ্রবণ নমুনা]
  • পত্রিকা:
    • শারদীয়া স্বাধীনতা, ১৩৫৪ বঙ্গাব্দ।
    • বাঙালী, ৫ই পৌষ, ১৯৪৯ খ্রিষ্টাব্দ।
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বাদশ খণ্ড।  প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২৪ সংখ্যক গান] [নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি)
    • সুরাঙ্গ: স্বকীয়

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।