মাগো আমি আর কি ভুলি (mago ami ar ki bhuli)

মাগো আমি আর কি ভুলি।
চরণ যখন ধরেছি তোর মাগো আমি আর কি ভুলি।
আমায় বহু জনম ঘুরিয়েছিস্ মা পরিয়ে চোখে মায়ার ঠুলি॥
            তোর পা ছেড়ে যে মোক্ষ যাচে,
            তুই বর্ নিয়ে যা তাহার কাছে
ওমা আমি যেন যুগে যুগে পাই মা প্রসাদ চরণ-ধূলি॥
মোরে শিশু পেয়ে খেল্‌না দিয়ে, রেখেছিলি মা ভুলিয়ে
এখন খেল্‌না ফেলে কোলে নিতে মাকে ডাকি দু’হাত তুলি।
            তোর ঐশ্বর্য যা কিছু মা
            দে ভক্তগণে বিলিয়ে উমা,
তোর ভিখারি এই সন্তানে দিস্‌ মাতৃনামের ভিক্ষাঝুলি॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৬) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৮ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৪০  (মাঘ-ফাল্গুন ১৩৪৬)। এন ১৭৪১৯। শিল্পী: কে মল্লিক]
  • রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৪০  (মাঘ-ফাল্গুন ১৩৪৬)। এন ১৭৪১৯। শিল্পী: কে মল্লিক]  [শ্রবণ নমুনা]
  • বেতার: এস মা (শ্যামা বিষয়ক গীতি আলেখ্য )।
    • প্রথম প্রচার: কলকাতা বেতারকেন্দ্র ক। চতুর্থ অধিবেশন। ২৪ জুলাই ১৯৪০ (বুধবার ৮ শ্রাবণ ১৩৪৭)। প্রচার সময়: সন্ধ্যা ৮-৮.৪০টা।
          [সূত্র: The Indian Listener, Vol, V No.1 page 1081]
       
    • দ্বিতীয় প্রচার:  কলকাতা বেতারকেন্দ্র-ক। তৃতীয় অধিবেশন।  ৮ ফেব্রুয়ারি ১৯৪১ (শনিবার ২৬ মাঘ ১৩৪৭)। প্রচার সময়: রাত ৮.০০-৮-৩৯টা।
          [সূত্র:
      The Indian Listener, Vol, VI No 3  page 59]
       
    • তৃতীয় প্রচার: কলকাতা বেতারকেন্দ্র ক। তৃতীয় অধিবেশন। ২৫ সেপ্টেম্বর ১৯৪১ (বৃহস্পতিবার ৯ আশ্বিন। ১৩৪৮)। প্রচার সময়: রাত ৭.৫৫-৮.২৯টা 
              [সূত্র:
      The Indian Listener, Vol, V No.1 page 71]

       
  • স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্‌রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, চব্বিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ১৭ সংখ্যক গান। [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: পমা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।