ও বাপ সিন্ধু কি এলি রে (o bap shindhu ki eli re)

ও বাপ সিন্ধু কি এলি রে, সরযু বারি লয়ে।
 পিপাসেতে কাতর মোরা, দেরী করিলি গিয়ে॥
 
 ও তোর মাতা অন্ধ আমিও তাই,
 মনে কি তোর মমতা নাই,
 [জানি] তোর মমতা আছে সদায় আয়রে বারি লয়ে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। সিন্ধু বধ। চতুর্থ দৃশ্যান্তর (প্রথম গান)। অন্ধমুনির গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৮৪।
  • বিষয়াঙ্গ: রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত 'সিন্ধু বধ' পালার চাপান সং'-এর সপ্তম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।