তোমায় কূলে তুলে বন্ধু আমি নামলাম জলে (tomay kule tule bondhu ami namlam jole)

 তোমায় কূলে তুলে বন্ধু আমি নামলাম জলে।
আমি কাঁটা হয়ে রই নাই বন্ধু তোমার পথের তলে॥
আমি তোমায় ফুল দিয়েছি কন্যা তোমার বন্ধুর লাগি’
যদি আমার শ্বাসে শুকায় সে ফুল তাই হলাম বিবাগী।
আমি বুকের তলায় রাখি তোমায় গো, ওরে শুকায়নি ক’ গলে॥
(ওই) যে-দেশ তোমার ঘর রে বন্ধু সে দেশ হতে এসে,
আমার দুখের তরী দিছি ছেড়ে, (বন্ধু) চলতেছে সে ভেসে।
এখন যে-পথে নাই তুমি বন্ধু গো, তরী সেই পথে মোর চলে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি (রবিবার ২২ পৌষ ১৩৩৫) নজরুল চট্টগ্রামে যান। এই সময় তিনি বেশ কিছু গান ও কবিতা রচনা করেছিলেন। বুলবুল পত্রিকার ফাল্গুন ১৩৪৩ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৭) সংখ্যায় এই গানটি প্রকাশিত হয়েছিল। শিরোনাম ছিল চট্টল গীতিকা। ধারণা করা হয়, চট্টগ্রাম সফরকালে নজরুল এই গানটি রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ৭ মাস।
     
  • গ্রন্থ:
    • চোখের চাতক।
      • প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। চোখের  চাতক ১৭। ভাটিয়ালি-কার্ফা]
      • নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ১৭। ভাটিয়ালি-কার্ফ। পৃষ্ঠা: ২০৪]
    • মহুয়া [মন্মথ রায় রচিত 'মহুয়া' নাটক। চতুর্থ অঙ্ক। রাধু পাগলের গান। উল্লেখ্য, ১৯২৯ বঙ্গাব্দের ৩১শে ডিসেম্বর (১৬ই পৌষ ১৩৩৬) কলকাতায় মনোমোহন থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল।
    • সুরলিপিআগষ্ট ১৯৩৪ (শ্রাবণ ১৩৪১)। জগৎঘটক-কৃত স্বরলিপি গ্রন্থ। প্রকাশক: কাজী নজরুল ইসলাম
       
  • বেতার: 'মহুয়া'। মন্মথ রায় রচিত সঙ্গীতবহুল নাটক।
    • প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ১৬ ডিসেম্বর ১৯৩২ খ্রিষ্টাব্দে (শুক্রবার ১ পৌষ ১৩৩৯),  সান্ধ্য অনুষ্ঠান। ৭টা থেকে ১০টা।
      • সূত্র: বেতারজগৎ। ৪র্থ বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা। ১৯৩২। পৃষ্ঠা: ২২৮]
    • দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ১৯৪০। ২৬ মাঘ ১৩৪৬। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪৫-৮.৩৯ মিনিট।
      • সূত্র: বেতার জগৎ-এর  [১১শ বর্ষ, ৩য় সংখ্যা। পৃষ্ঠা: ১৫০]
  • রেকর্ড: এইচএমভি। জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ) এন ৭০০২। ধীরেন্দ্রনাথ দাস[শ্রবণ নমুনা]
     
  • পত্রিকা:
    • বুলবুল। ফাল্গুন ১৩৪৩ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৭ সংখ্যা)। শিরোনাম: চট্টল গীতিকা
    • সওগাত।  ফাল্গুন ১৩৩৫ বঙ্গাব্দ। ফেব্রুয়ারি-মার্চ ১৯২৯
       
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।