দিতে এলে ফুল, হে প্রিয়, কে আজি সমাধিতে মোর (dite ele ful, he priyo, ke aji shomadhite mor)

        দিতে এলে ফুল, হে প্রিয়, কে আজি সমাধিতে মোর?
        এতদিনে কি আমারে পড়িল মনে মনচোর॥
        জীবনে যারে চাহনি তাহারে ঘুমাইতে দাও।
        মরণ-পারে ভেঙো না, ভেঙো না তাহার ঘুম-ঘোর॥
        দিতে এসে ফুল কেঁদো না প্রিয় মোর সমাধি পাশে
        ঝরিল যে ফুল অনাদরে হায়, নয়ন-জলে বাঁচিবে না সে!
        সমাধি-পাষাণ নহে গো তোমার সমান কঠোর॥
        কত আশা, সাধ মিশে যায় মাটির সনে
        মুকুলে ঝরে কত ফুল কীটেরি দহনে।
কেন  অসময়ে আসিলে, ফিরে যাও, মোছ আঁখি-লোর॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে নজরুল আনুষ্ঠানিকভাবে মেগাফোন রেকর্ড কোম্পানিতে যোগদান করেন। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১২ আগষ্ট (বুধবার ২৭ শ্রাবণ ১৩৩৯), মেগাফোন কোম্পানি নজরুলের স্বকণ্ঠে গীত ৪টি গান রেকর্ড করে। এর ভিতরে এই গানটি ছিল। উল্লেখ্য রেকর্ডি প্রকাশিত হয়েছিল ১৯৩২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল গীতি, অখণ্ড
      • প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
      • দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
      • তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। গজল। ১৯৪৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৫১৩]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। ৫১ সংখ্যক গান। রাগ: যোগিয়া মিশ্র, তাল: কাহারবা। পৃষ্ঠা: ১৭।
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড। স্বরলিপিকার: সুধীন দাশ । প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। বৈশাখ ১৪০২। এপ্রিল ১৯৯৬। ১ম গান। পৃষ্ঠা ২৭-৩০]
    • বনগীতি
      • প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। গজল। যোগিয়া মিশ্র-কার্ফা ।পৃষ্ঠা: ১৩] ।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  বনগীতি। ১২ সংখ্যক গান। গজল। যোগিয়া মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ১৯০-১৯১]
    • সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড। স্বরলিপিকার: নিতাই ঘটক। (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ১২-১৪] [নমুনা]
       
  • রেকর্ড:
    • ১৯৩২ খ্রিষ্টাব্দর ১২ আগষ্ট (বুধবার ২৭ শ্রাবণ ১৩৩৯), মেগাফোন কোম্পানি নজরুলের কণ্ঠে গানটির রেকর্ড করেছিল।
    • মেগাফোন। সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯) জেএনজি ৮। শিল্পী: নজরুল ইসলাম। [শ্রবণ নমুনা]
       
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।