আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায় (ano saki shiraji ano akhi-piyalay)
রাগ: ভৈরবী, তাল: কাহার্বা।
আনো সাকি শিরাজি আনো আঁখি-পিয়ালায়
অধীর করো মোরে নয়ন-মদিরায়॥
পান্সে জোছনাতে ঝিম্ হয়ে আসে মন
শরাব বিনে, হের গুল্বন উচাটন,
মদালসা আঁখি কেন ঘোম্টা ঢাকা এমন
বিষাদিত নিরালায়॥
তরুণ চোখে আনো অরুণ রাগ-ছোঁওয়া
আঁখির করুণা তব যাচে ভোরের হাওয়া।
জীবন ভরা কাঁটা-রি জ্বালা
ভুলিতে চাহি শরাব পিয়ালা
তোমার হাতে ঢালা ─
দুলাইয়া দাও মোরে আনন্দের হিন্দোলায়
ভুলাইয়া বেদনায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী।
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]। ১৫ সংখ্যক গান
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ১৫ । ভৈরব-সেতারখানি। পৃষ্ঠা: ২৩০-২৩১]
- সুর-সাকী।
- রেকর্ড: টুইন [সেপ্টেম্বর, ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। এফ.টি ২২১৭। শিল্পী: সুধীরা দাশগুপ্তা(শ্রবণ নমুনা)]
- [সালাউদ্দিন আহমেদ(শ্রবণ নমুনা)]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষষ্ঠ খণ্ড (নজরুল ইন্সটিটিউট, ফাল্গুন ১৪০৩। ফেব্রুয়ারি ১৯৯৭)-এর ২য় গান। পৃষ্ঠা: ২৩-২৬।] [নমুনা]
- পর্যায়: