হে প্রিয়! তোমার আমার মাঝে এ বিরহের পারাবার
কেমনে হইব পার॥
নিশীথের চখা-চখির মতন
দুই কূলে থাকি' কাঁদি দুই জন
আসিল না দিন মোদের জীবন অন্তহীন আঁধার॥
সেধেছিনু বুঝি বাদ
কাহার মিলনে সে কোন্ জনমে তাই মিটিল না সাধ।
স্মৃতি তব ঝরা পালকের প্রায়
লুটায় মনের বালুচরে, হায়।
সে কোন্ প্রভাতে কোন্ নবলোকে মিলিব মোরা আবার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্প্রড কাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস।
- রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৮ (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) এন ১৭০৬৪। শিল্পী: মৃণালকান্তি ঘোষ]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ২৫ সংখ্যক গান। ১১২-১১৪] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য