আজকে হোরি ও নাগরী, ওগো গিন্নী ও ললিতে (ajke hori o nogori , ogo ginni o lolite)
[শোন গিন্নী শুন্ছ —]
আজকে হোরি ও নাগরী, ওগো গিন্নী ও ললিতে।
ফাগের রাঙা জল ভ'রে দাও, ফর্সি হুঁকোর পিচ্কিরিতে॥
গাজর বিট আর লাল বেগুনে, রাঁধবে শালগম তেলে নুনে,
রাঙা দেখে লঙ্কা দিও, লাল নটে আর ফুলকারিতে॥
গাইব গান দোল পূর্ণিমাতে, মালোয়ারী জ্বর আসলে রাতে,
তুমি দোহার ধ'রবে সাথে, গিঁটে বাতের গিটকিরিতে॥
(আর) আমি লাল গামছা প'রে যাবো, লাল বাজারে পায়চারিতে,
তুমি যাবে চিড়িয়াখানায়, এই মুখেতে গণ্ডার মারিতে॥
(না হয়) তুমি যাও বাপের বাড়ি, পাছুপাছু যাবো আমি ওগো শ্বশুর বাড়িতে
পাছু পাছু যাবো তোমার, না হয় শ্বশুর বাড়িতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯) মাসে, গানটি প্রথম এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৯ মাস।
- রেকর্ড: এইচএমভি । মার্চ ১৯৩৩ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯) । এন ৭০৮৯। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায় [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। প্রথম গান।] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: রঙ্গ
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা