আজি চৈতি হাওয়ার মাতন লাগে হলুদ চাঁপার ডালে ডালে (aji choiti haoar maton lage holud chapar dale dale)

আজি   চৈতি হাওয়ার মাতন লাগে হলুদ চাঁপার ডালে ডালে।
          তালী বনে বাজে তারি করতালি ঐ তালে তালে॥
                    ভ্রমর মুখে গুনগুনিয়ে
                    যায় সে মৃদু সুর শুনিয়ে
          শুক্‌নো পাতার মর্মরে তার নূপুর বাজে রুন্‌ঝুনিয়ে॥
          ফুলে পাতায় রঙ মাখায় সে ফিকে সবুজ নীলে লালে
আজি   ওড়ে তাহার রঙের নিশান প্রজাপতির পাখার পালে পালে॥

  • ভাবার্থ: এটি প্রকৃতি পর্যায়ে বসন্ত ঋতুর গান। বসন্তের ছোটো ছোটো শিল্পরূপকে এই গানে উপস্থাপন করা হয়েছে। এর ভিতর দিয়ে ফুটে উঠেছে বসন্তের সঙ্গীতমূখর বর্ণাঢ্য চিত্র।

    গানটির স্থায়ীতে কবি উপস্থাপন করেছেন- চৈতি হাওয়ার মাতাল হাওয়ায় আন্দোলিত হলুদ চাঁপার দৃশ্য, যে আন্দোলনের ছন্দে ছন্দে বাজে ছোঁয়ায় তালের বনের পাতার করতালি। অন্তরার দৃশ্যান্তের পাওয়া যায় মধু পিয়াসী ভ্রমরের মৃদু গুঞ্জন প্রকৃতিকে করে সঙ্গীতমুখর, আর শুকনো পাতার মর্মর ধ্বনি হয়ে ওঠে রুনুঝুনু নূপুরনিক্কন। ফুলে ও পাতায় রঙিন পতাকা হয়ে ওঠে ঝাঁক বাঁধা প্রজাপতির বর্ণাঢ্য পাখা।
     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১),  রেকর্ডে কোম্পানির সাথে নজরুলে একটি চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৭  মাস।
     
  • রেকর্ড:
    • ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৩  জানুয়ারি (রবিবার ২৯ পৌষ ১৩৪১) নজরলের সাথে রেকর্ড কোম্পানির চুক্তি হয়। এই চুক্তিতে এই গানটি ছিল।
    • এইচএমভিবাসন্তিকা' নাটিকা। ফেব্রুয়ারি ১৯৩৫ (মাঘ-ফাল্গুন ১৩৪১)। এন ৭৩৩২। শিল্পী: হরিমতী    [শ্রবণ নমুনা]
       
  • বেতার: বাসন্তীকুঞ্জ [সঙ্গীতানুষ্ঠান] কলকাতা বেতার কেন্দ্র। [২৭শে এপ্রিল ১৯৪০ (শনিবার ১৪ বৈশাখ ১৩৪৭)] সান্ধ্য অনুষ্ঠান। ৭.১৫-৭.৪৪।
        [সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ৮ম সংখ্যা। [১৬ এপ্রিল ১৯৪০] পৃষ্ঠা: ৪৩৩
  •  গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ৩৯৬]
    • 'বাসন্তিকা' নাটিকা।  
      • অপ্রকাশিত নজরুল [১৯৮৯ খ্রিষ্টাব্দে আব্দুল আজিজ সম্পাদিত]।
      • নজরুল রচনাবলী।জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২।  প্রথম দৃশ্য। বাসন্তীকার গান। পৃষ্ঠা: ৩৫৬-৩৫৭।  [বাসন্তিকা‌র মুদ্রিত পাঠ]
         
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। আষাঢ় ১৪০৩ (জুন ১৯৯৬)। প্রথম গান। রেকর্ডে হরিমতী‌'র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি (ঋতু, বসন্ত)
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
      • রাগ: খাম্বাজ
        ভাঙা গান:
        • মূল গান: আজ খেলা ভাঙার খেলা [রবীন্দ্রসঙ্গীত। গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)। প্রকৃতি (উপ-বিভাগ: বসন্ত ৪৪) পর্যায়ের ২৩১ সংখ্যক গান। ]
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।