আজি নাহি কিছু মোর মান-অপমান ব’লে (aji nahi kichu mor man-opomaan bole)

              তাল: কাহার্‌বা

আজি নাহি কিছু মোর মান-অপমান ব’লে।
সকলি দিয়াছি মোর ঠাকুরের রাঙা চরণের তলে॥
         মোর দেহ-প্রাণ, জাতি কুল মান,
         লজ্জা ও গ্লানি আর অভিমান;
(আমি) দিছি চিরতরে জলাঞ্জলি গো কালো যমুনার জলে॥
মোরে যদি কেহ ভালোবাসে আজ জল আসে আঁখি ভ’রে।
মোর ছল ক’রে সে যে ভালোবাসে মোর শ্যামসুন্দরে।
মোরে   না বুঝিয়া কেহ করিলে আঘাত
         কেঁদে বলি, ওরে ক্ষমা করো নাথ্
বৃন্দাবনে যে প্রেম মধুর হয় আঘাত নিন্দাছলে॥

  • রচনাকাল ও স্থান:  রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৭ খ্রিষ্টাব্দের মার্চ (বৈশাখ -জ্যৈষ্ঠ ১৩৫৫) মাসে গানটি প্রথম এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪৮ বৎসর ১১ মাস। উল্লেখ্য এই সময় নজরুল বাকরহিত দশায় পৌঁছেছিলেন।
     
  • রেকর্ড: এইচএমভি। মে ১৯৪৭ (বৈশাখ -জ্যৈষ্ঠ ১৩৫৫)। এন ২৭৮২০। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। দ্বিতীয় গান।] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।