অনাদরে স্বামী প'ড়ে আছি আমি তব কোলে তুলে নাও (onadore sami pore achi ami tobo kole tule nao)

রাগ: গৌড় সারং, তাল: কাহার্‌বা

অনাদরে স্বামী প'ড়ে আছি আমি তব কোলে তুলে নাও
নিয়ে ধরণীর ধূলি আছি আমি ভুলি' চরণের ধূলি দাও॥
            বিভবে বিলাসে সংসার কাজে
            অশান্ত প্রাণ কাঁদে বন্ধন মাঝে
বৃথা দ্বারে দ্বারে চেয়েছি সবারে এবার তুমি মোরে চাও॥
            যাহা কিছু প্রিয় জীবনের মম
            হরিয়া লহ তুমি, লও প্রিয়তম।
            সূর্যের পানে সূর্যমুখী ফুল
            যেমন চাহিয়া রয় বিরহ-ব্যাকুল
তেমনি প্রভু আমার এ মন তোমার পানে ফিরাও॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র -আশ্বিন ১৩৪৪) মাসে,  টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড: টুইন। সেপ্টেম্বর ১৯৩৭ (ভাদ্র -আশ্বিন ১৩৪৪)। এফটি ১২০৯৭। শিল্পী: মোহনলাল সুকুল (শুল্কা)। [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: আহসান মুর্শেদ।  নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)। প্রথম গান। ] [ নমুনা]
  • সুরকার: সুবল দাশগুপ্ত
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।