আমার অহঙ্কারের মূল কেটে দে কাঠুরিয়ার মেয়ে (মা, মা গো) ( amar ohongkarer mul kete de kathuriar meye [ma,ma go])

মা, মা গো ─
আমার অহঙ্কারের মূল কেটে দে কাঠুরিয়ার মেয়ে,
কত নিরস তরু হ’ল মঞ্জুরিত তোর চরণ-পরশ পেয়ে॥
রোদে পুড়ে জলে ভিজে মা দিয়েছি ফুল ফল
শাখায় আমার, নীড় বেঁধেছে বিহঙ্গের দল।
বটের মত সারা দেহ মাগো মায়ার জটে আছে ছেয়ে॥
ও মা মূল আছে তাই বৈতরণীর কূলে আছি পড়ি
নইলে হ’তাম খেয়াঘাটের পারাপারের তরী।
        তুই খড়গের ভয় দেখাস মিছে
        মুক্তি আছে এরি পিছে মাগো
তোর হাসির বাঁশি শুনতে পাবো অসির আঘাত খেয়ে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৯ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৫৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল।  এই সময় নজরুলের বয়স ছিল ৪৮ বৎসর ৯ মাস। উল্লেখ্য, এই সময় নজরুল মানসিকভাবে অসুস্থ ছিলেন।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ৮৮১  সংখ্যক গান। পৃষ্ঠা: ২৭১।
  • রেকর্ড: এইচএমভি [মার্চ ১৯৪৯ (ফাল্গুন-চৈত্র ১৩৫৫)]। এন ২৭৯৯০। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।] [শ্রবন নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • আহসান মুর্শেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন ২০১০)। ১৬ সংখ্যক  গান। রেকর্ডে মৃণালকান্তি ঘোষ-এর গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠ: ৫২-৫৩] [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দধ ধর্ম, শাক্ত)
    • সুরাঙ্গ: রামপ্রসাদী
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।