আমার কালো মেয়ে পালিয়ে বেড়ায় কে দেবে তায় ধ’রে (amar kalo meye paliye beray ke debe tay dhore)

আমার     কালো মেয়ে পালিয়ে বেড়ায় কে দেবে তায় ধ’রে
তারে 
      যেই ধরেছি মনে করি অমনি সে যায় স’রে॥

                         বনের ফাঁকে দেখা দিয়ে
                         চঞ্চলা মোর যায় পালিয়ে,
দেখি 
      ফুল হয়ে মা’র নূপুরগুলি পথে আছে ঝ'রে॥

তার       কণ্ঠহারের মুক্তাগুলি আকাশ-আঙিনাতে
            তারা হয়ে ছড়িয়ে আছে দেখি আধেক রাতে।
                         কোন মায়াতে মহামায়ায়
                         রাখবো বেঁধে আমার হিয়ায়
            কাঁদলে যদি হয় দয়া তার
 তাই কাঁদি প্রাণ ভরে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের এপ্রিল  (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪) মাসে এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১১ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি।  এপ্রিল ১৯৩৭ (চৈত্র ১৩৪৩-বৈশাখ ১৩৪৪)। এন ৯৮৭৭। কুমারী বিজনবালা ঘোষ (কালী) [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] চতুর্থ গান। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, শাক্ত)
    • সুরাঙ্গ: স্বকীয়
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: জ্ঞা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।