আমার গানের মালা আমি করব কারে দান (amar ganer mala ami korbo kare dan)

আমার গানের মালা আমি করব কারে দান
মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান
                        মালা করব কারে দান॥
        চোখে মলিন কাজল লেখা
        কণ্ঠে কাঁদে কুহু কেকা,
কপোলে যার অশ্রু-রেখা একা যাহার প্রাণ
                        মালা করব কারে দান॥
কথায় আমার কাঁটার বেদন মালায় সূচির জ্বালা,
কণ্ঠে দিতে সাহস না পাই অভিশাপের মালা (ঐ)।
        বিরহে যার প্রেম-আরতি
        আঁধার লোকের অরুন্ধতী
নাম না জানা সেই তপতী তারি তরে গান
                        মালা করব কারে দান॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল পূর্বাচল পত্রিকার 'কার্তিক ১৩৪১' (অক্টোবর-নভেম্বর ১৯৩৪) সংখ্যায়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৫ মাস।
     
  • পত্রিকা: পূর্বাচল। কার্তিক ১৩৪১ (অক্টোবর-নভেম্বর ১৯৩৪)।
  • রেকর্ড: এইচএমভি । ' বাসন্তিকা' নাটিকা। ফেব্রুয়ারি ১৯৩৫ (মাঘ-ফাল্গুন ১৩৪১)। এন ৭৩৩৪। শিল্পী: গোপাল সেন  [শ্রবণ নমুনা]
     
  • বেতার: বাসন্তীকুঞ্জ [সঙ্গীতানুষ্ঠান] কলকাতা বেতার কেন্দ্র। [২৭শে এপ্রিল ১৯৪০ (শনিবার ১৪ বৈশাখ ১৩৪৭)] সান্ধ্য অনুষ্ঠান। ৭.১৫-৭.৪৪।
        [সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ৮ম সংখ্যা। [১৬ এপ্রিল ১৯৪০] পৃষ্ঠা: ৪৩৩

     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ৪০৬]
    • 'বাসন্তিকা' নাটিকা।  
      • অপ্রকাশিত নজরুল [১৯৮৯ খ্রিষ্টাব্দে আব্দুল আজিজ সম্পাদিত]।
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বাসন্তিকা (একাঙ্ক নাটিকা)। প্রথম দৃশ্য। ফাল্গুনির গান। পৃষ্ঠা ৩৫৭] [বাসন্তিকা‌র মুদ্রিত পাঠ]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ:
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
      • তাল: দ্রুত দাদরা
      • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।