আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া (amar bhubon kan pete roy priotomo tobo lagiya)

আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া
দীপ নিভে যায়, সকলে ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া॥
            তারারে শুধাই, 'কত দেরী আর
            কখন আসিবে বিরহী আমার ?'
ওরা বলে, 'হের পথ চেয়ে তার নয়ন উঠেছে রাঙিয়া'॥
আসিতেছে সে কি মোর অভিসারে কাঁদিয়া শুধাই চাঁদে
মোর মুখ পানে চেয়ে চেয়ে চাঁদ নীরবে শুধু কাঁদে।
            ফাগুন বাতাস করে হায় হায়
            বলে, বিরহিনী তোর নিশি যে পোহায়
ফুল বলে, 'আর জাগিতে নারি গো ঘুমে আঁখি আসে ভাঙিয়া'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৪২ খ্রিষ্টাব্দের জুলাই (সোমবার, ২১ আষাঢ় ১৩৪৯) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই গনাটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ১ মাস।
     
  • রেকর্ড:  
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে /সেপ্টেম্বর ২০০৫  খ্রিষ্টাব্দ] তৃতীয় গান। [নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: মা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।